সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে প্রথম দিন থেকেই কোমর বেঁধে মাঠে নেমেছেন সৎ কর্মঠ এবং মানবিক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিন খন্দকার। 

বৃহস্পতিবারও তিনি সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত কেন্দুয়া উপজেলা সদর বাজার সহ সাজিউড়া বাজার মনিটরিং করেন তিনি। অপর দিকে বাজার মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসান।

সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন রাস্তা, হাট বাজারের বিভিন্ন শপিংমল, কাঁচা বাজার, হোটেল রেস্তোরা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বিভিন্ন দোকানপাট ঘুরে ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন হওয়ার পরামর্শ দেন ইউএনও মোঃ মইন উদ্দিন খন্দকার। উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের ফলে সকাল থেকে কোন দূর পাল্লার বাস, অটো, সিএনজি এমনকি ব্যাটারি চালিত কোন রিকসাও পর্যন্ত রাস্তায় চলাচল করতে দেখা যায়নি।

কয়েকটি অটো, রিকসা চলাচল করলেও তাদেরকে প্রথম দিনের মত বুঝিয়ে ছেড়ে দেয়া হয়েছে। হোটেল রেস্তোরায় সরকারি আদেশ অমান্যকারীদের করা হয়েছে জরিমানাও। ইউএনও মইন উদ্দিন খন্দকার হ্যান্ড মাইক হাতে নিয়ে জনগণকে সচেতন করার জন্য তিনি নিজেই প্রচারনার কাজ চালিয়েছেন। ব্যাবসায়ী ও ক্রেতা সাধারনেরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।

প্রশাসনের লকডাউন বাস্তবায়নের কাজে সহযোগিতা করতে আন্তরিক ভাবে মাঠে নেমেছেন ওসি কাজী শাহ নেওয়াজ ও তার সহকর্মীরা। প্রথম দিন লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন সফল হয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিন খন্দকার বাজার মনিটরিং কালে তার প্রচারনায় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন জীবন সর্বাগ্রে। আগে স্বাস্থ্যবিধি মেনে সকলকে জীবন বাঁচাতে হবে, তার পর জীবিকার জন্য লড়াই সংগ্রাম করতে হবে।

তিনি সকলকে মাস্ক পড়ে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দেন এবং বিনা প্রয়োজনে কেউ যাতে ঘর থেকে বের না হন সেজন্য নির্দেশ দেন তিনি।

(এসবি/এসপি/এপ্রিল ১৫, ২০২১)