রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাহারা খাতুন নামে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাথুয়াডাঙা গ্রামেরে নিজ বাড়ির পাশে বিচালির ঘর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

মৃত সাহারা খাতুন কালিগঞ্জ উপজেলার বাথুয়াডাঙা গ্রামের জাহিদ গাজীর মেয়ে।

বাথুয়াডাঙা গ্রামের জাহিদ গাজী জানান, তার মেয়ে বুধবার সকালে খেলা করতে বাড়ির পাশের মাঠে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাকে বাড়ির পাশে বিচালি ঘরে প্রায় মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার মুখ দিয়ে ফেনা উঠছিল। হাতে ও পায়ে আঁচড়ের দাগ ছিল। গলায় একটি ওড়না পেচানো ছিল।

তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট জানান, সাহারা খাতুন সাপের কামড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডাঃ গাজী নাসিরউদ্দিন জানান, এটি একটি অস্বাভাবিক মৃত্যু। মৃত্যুর কারণ এই মুহুর্তে বলা যাবে না।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, সাহারার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে সাহারার লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

(আরকে/এসপি/এপ্রিল ১৫, ২০২১)