রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে দ্বিতীয় দিনের লকডাউন। মানা হচ্ছেনা তেমন কোন সামাজিক দূরত্ব।

বৃহস্পতিবার সকাল থেকে প্রধান প্রধান সড়ক গুলোতে ইজিবাইক, ভ্যান, রিকশা. প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্নযানে দূরত্ব না মেনে লোকজন চলাচল করতে দেখা গেছে।

লকডাউনের প্রথম দিন বুধবার শহরের অধিকাংশ সড়ক ফাঁকা থাকলেও আজ তার সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেছে। শহরব্যাপী জনসমাগম বেড়ে গেছে। একই সাথে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব না মেনে লোকজন চলাচল করছেন। আবার অনেকের মুখে নেই কোন মাস্ক। শহরের প্রানকেন্দ্রগুলিতে জরুরী ঔষধ ও মুদি দোকান বাদে অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।

এদিকে, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ২৪ ঘন্টায় ৯০ টি মামলায় ৮৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

(আরকে/এসপি/এপ্রিল ১৫, ২০২১)