ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে ও লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার পৌরবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনে। সোনালী ব্যাংক ভবনের ব্যবসায়ী নয়ন মিয়া, সিনেমা হল রোডের ব্যবসায়ী মঞ্জু মিয়া ও মানিক মিয়াকে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ৫ হাজার টাকা জরিমানাা ধার্য করে আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধের লক্ষে সরকার নির্দেশিত লকডাউন বাস্তবায়নের জন্য এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। যারা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে আসবে তারা যেন স্বাস্থ্য বিধি মেনে বের হয় এবং এ বিষয়ে জনসাধারণ যেন উৎসাহিত হয় সে জন্যই ভ্রাম্যমান আদালতের এ কার্যক্রম অব্যহত থাকবে।

(এন/এসপি/এপ্রিল ১৫, ২০২১)