অমল তালুকদার,পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা বাজারে বৃহস্পতিবার দুপুরে একটি কোরাল মাছ বিক্রি হল ১৪ হাজার টাকায়! উপজেলার চরদুয়ানী ইউনিয়ন সংলগ্ন বলেশ্বর নদীর জেলেদের জালে মাছটি ধর পড়ে বলে জানান বিক্রেতা ইউনুচ মিয়া।

বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা পৌর শহরের মাছ বাজারে মাছটি কেটে বিক্রি করেন ইউনুচ মিয়া। তিনি জানান ‌২০ কেজি ওজনের কোড়াল মাছটি কাটার পরে প্রায় ৩কেজি ঘাটতি যায়।

প্রতি কেজি মাছ ৮'শ টাকা কেজি দরে ক্রেতারা কিনে নেন বলেও তিনি জানান। মোট দাম হয় ১৩ হাজার ৬'শ টাকা।
স্থানীয় জেলে ফারুক জানান, এই মৌসুমে প্রতিবছর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন নদনদী থেকে প্রচুর কোরাল মাছ ধরা পড়ে জেলেদের জালে।

(এটি/এসপি/এপ্রিল ১৫, ২০২১)