স্পোর্টস ডেস্ক : বুধবার রাতে চূড়ান্ত হয়েছে ইউরোপ সেরার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের লাইনআপ। পরদিন নিশ্চিত হয়ে গেল কারা খেলবে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্ট উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে।

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এগিয়ে থাকা চার দলই পেয়েছে সেমিফাইনালের টিকিট। ক্লাবগুলো হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল, ইতালির রোমা এবং স্পেনের ভিয়ারিয়াল।

আগামী ২৯ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড-রোমা এবং আর্সেনাল-ভিয়ারিয়াল।

বৃহস্পতিবার রাতে হওয়া কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে আর্সেনাল। চার ম্যাচের মধ্যে জয় পায়নি শুধু রোমা। তারা আয়াক্সের বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে। তবে দুই লেগ মিলে উঠে গেছে সেমিতে।

স্লাভিয়া প্রাগের মাঠে খেলতে গিয়ে তাদেরকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। আলেক্সসান্দ্র লাকাজেত দুই, নিকোলাস পেপে ও বুকায়ো সাকা করেছেন ১টি গোল। দুই লেগ মিলে ৫-১ গোলের অগ্রগামিতায় সেমির টিকিট পেয়েছে গানাররা।

গ্রানাডার বিপক্ষে ম্যান ইউর জয় ২-০ গোলে। মাত্র ষষ্ঠ মিনিটে এডিনসন কাভানির গোলে লিড নেয় রেড ডেভিলরা। ম্যাচের একদম শেষ মিনিটে আত্মঘাতী গোল করেন গ্রানাডার হেসুস ভালেজো। প্রথম লেগেও ২-০ গোলে জিতেছিল ম্যান ইউ।

ভিয়ারিয়াল নিজেদের ঘরের মাঠে ডায়নামো জাগরেবকে হারিয়েছে ২-১ গোলে। প্রথম লেগে তাদের জয় ছিল ১-০ গোলে। দুই লেগ মিলে ৩-১ গোলের অগ্রগামিতায় পৌঁছে গেছে সেমিফাইনালে। যেখানে লড়তে হবে আর্সেনালের বিপক্ষে।

অন্যদিকে আয়াক্সকে ঘরের মাঠে পেয়েও হারাতে পারেনি রোমা। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। তবে প্রথম লেগে পাওয়া ২-১ গোলের জয়ের কল্যাণে কোয়ার্টারের বাঁধা উতরে গেছে ইতালিয়ান ক্লাবটি।

(ওএস/এসপি/এপ্রিল ১৬, ২০২১)