নওগাঁ প্রতিনিধি : উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলায় চলতি মৌসুমে বোরো চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। জেলার ১১ উপজেলায় এবার বোরো চাষ হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৭৬০ হেক্টর জমিতে। বোরো চাষের জেলায় লক্ষ্যমাত্রা ধরা ছিল ১ লাখ ৮০ হাজার ৬২৫ হেক্টর জমিতে। কৃষি বিভাগের এই লক্ষ্যমাত্রার চেয়ে এবার ৭ হাজার ১৩৫ হেক্টর জমিতে বোরো ধান বেশী চাষ হয়েছে। 

বাজারে ধানের দাম বেশী হওয়ায় জেলার কৃষক এবার ঝুঁকে পড়েছে বোরো চাষের দিকে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কোন প্রকার রোগবালাই বা পোকা মাকড় না থাকায় এবার ফলনও বেশী হবে, এমনটায় আশা করছে কৃষক।

নওগাঁর প্রতিটি মাঠ জুড়ে এখন বিরাজ করছে সবুজের সমারোহ। দিগন্তজুড়ে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। তবে মাঝে মাঝে আগাম লাগানো ধানের হালকা সোনালী শীষ আর সবুজের সমারোহে যেন চোখ জুড়িয়ে যায়। বোরো চাষের শেষ মুহূর্তে এখন ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। জেলার প্রতিটি উপজেলার প্রতিটি মাঠ এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। বোরো ধানের বাম্পার ফলনের আশায় কৃষকের চোখে-মুখে ফুটেছে আনন্দের ঝিলিক।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই জেলার আত্রাই ও রানীনগরে অপেক্ষাকৃত উঁচু জমিতে লাগানো বোরো ধান কৃষক কাটতে শুরু করেছে। ইতোমধ্যেই প্রায় ২শ’ হেক্টর জমির আগাম লাগানো বোরো ধান কাটা হয়েছে। গত বছর করোনার কারনে শ্রমিক সংকটের মত এবারো বোরো ধান ঘরে তোলা নিয়ে কৃষকরা শঙ্কিত রয়েছেন। তবে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ভাবে বহিরাগত ধান কাটা শ্রমিক এ জেলায় আনার ব্যাপারে জেলা প্রশাসন উদ্যোগ গ্রহন করেছেন।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামসুল ওয়াদুদ বলেন, অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে এসেছি। এবার জেলার কোথাও মাজড়া পোকার আক্রমণ নেই। ফলে আমরা আশা করছি, আবহাওয়া অনুকুলে থাকলে এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে।

(বিএস/এসপি/এপ্রিল ১৬, ২০২১)