আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মহামারী করোনভাইরাসের প্রদুর্ভাব ঠেকাতে বরিশালের গৌরনদীর মহাসড়কে নিয়মিত চেকপোষ্ট বসিয়ে কাজ করছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও জেলা পুলিশ। 

দক্ষিণাঞ্চলের সড়ক পথে প্রবেশদ্বার বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ভূরঘাটায় কঠোর লকডাউনের তৃতীয় দিনে শুক্রবার সকাল থেকে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম ও জেলা পুলিশ সার্জন আওলাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চেকপোষ্ট বসায়।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, সরকার ঘোষিত ১৮ শ্রেনির যানবাহন ব্যাতিত ব্যাক্তিগত যানবাহন, মোটর সাইকেল আরোহী ও যাত্রীদের মুভমেন্ট পাশ যাচাই বাচাই করে জেলায় প্রবেশ করতে দেয়া হচ্ছে। যাদের মুভমেন্ট পাশ নেই তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এ ছাড়া পথচারীদের করোনারভাইরাস সংক্রান্ত প্রতিরোধে সামাজিক দুরত্ব, স্বাস্থ্য বিধি প্রতিপালন, স্বাস্থ্য বিধি সচেতনতা করা হচ্ছে।

(টিবি/এসপি/এপ্রিল ১৬, ২০২১)