আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে বুধবার থেকে শুরু হয় সরকার ঘোষিত ৮ দিনের কঠোর লকডাউন। চতুর্থদিনে ফরিদপুরেরর সালথায় কঠোর অবস্থানে ছিলো পুলিশ। যা চলবে ২১ এপ্রিল মধ্যেরাত পর্যন্ত। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কঠোর লকডাউন কার্যকর করতে বিভিন্ন স্থানে তৎপর রয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় ও রাস্তায় বের হবার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে।

সালথা বাজারের এক ব্যবসায়ী জানান, সকাল ৯টায় নিত্যপন্যের দোকান খুলে বসে আছি। কিন্তু ক্রেতা তেমন নেই। তিনটা বাজলেই দোকান বন্ধ করে দিবো।

এদিকে লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলার গ্ররুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ সর্বক্ষণ টহলে আছে। অতি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে যেতে দেওয়া হচ্ছে না বলে সালথা থানা পুলিশের পক্ষ থেকে জানিয়েছে।

(এন/এসপি/এপ্রিল ১৭, ২০২১)