গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার রাতে ৮৩ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। কালো পাথরের এ বিষ্ণু মূর্তিটির উচ্চতা ৪০ ইঞ্চি ও প্রস্থ ১৯ ইঞ্চি।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামে সরকারি ''পবনা পুকুর" খনন কালে শুক্রবার সন্ধ্যায় কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি পায় শ্রমিকরা। সেখানে উপস্থিত পুকুরের পাহারাদার ওই গ্রামের শৈলেন চন্দ্রের ছেলে ভোলা চন্দ্র (২৭) মূর্তিটি পাশ্ববর্তী আমিরুলের বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির পিছনে মাটির নিচে পুতে রাখে।

এ খবর পেয়ে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেন শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে অভিযান চালিয়ে আলী গ্রামের আমিরুলের বাড়ির পিছনে মাটির নিচ হতে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি আদালতের অনুমতি সাপেক্ষে মহাস্থান প্রতœতাত্ত্বিক জাদুঘরে জমা দেয়া হবে।

(এসআরডি/এসপি/এপ্রিল ১৭, ২০২১)