ফরিদপুর প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার সন্ত্রাসী, জুলুমবাজ ও লুটপাটের সরকারে পরিণত হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। গণতন্ত্রকে ধুলায় মিশিয়ে দিয়েছে।

মঈন খান বলেন, সরকারই প্রমাণ করেছে গণতন্ত্র আর আওয়ামী লীগ এক জায়গায় থাকতে পারে না। তাই এ সরকারকে দ্রুত ক্ষমতাচ্যুত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এ জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন।

শুক্রবার ফরিদপুরে ২০ দলীয় জোটের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘২০ দলীয় ঐক্যজোট বর্তমানে জাতীয়তাবাদী দলের ধারক ও বাহক। তাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এ জুলুমবাজ সরকারের পতন ঘটাতে হবে।’

২০ দলীয় জোটের সাংগঠনিক সভায় সভাপতিত্বে করেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহাজাদা মিয়া।

(ওএস/এটিআর/আগস্ট ২৯, ২০১৪)