নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে উফশী আউশ আবাদ বৃদ্ধির নিমিত্তে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমির আবদুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ শফিউল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও কৃষকগণ।

এই বছর আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৪শ’ জন কৃষকের মাঝে ১ হাজার ৪শ’ বিঘা জমি আবাদের জন্য সার ও বীজ বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় একজন কৃষক উফশী আউশ বীজ ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে পাবেন।

(বিএস/এসপি/এপ্রিল ১৮, ২০২১)