দিলীপ চন্দ, ফরিদপুর : কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবেলায় চলমান লকডাউনে প্রাণিজ আমিষের চাহিদা নিশ্চিতকরণে ফরিদপুরে চলছে ভ্রাম্যমান নিরাপদ মাছ বিক্রয়। “ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, খাদ্য তালিকায় পরিমিত পরিমানে মাছ রাখুন” এই শ্লোগানে ফরিদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ও সুপরিকল্পিত সামাজিক সংস্থার সহযোগিতায় এ মাছ বিক্রয় চলছে।

ফরিদপুর প্রেসক্লাব চত্বরে দেখা মিলে এ ভ্রাম্যমাণ মাছ বিক্রয়ের একটি গাড়ি। এ সময় গাড়িতে থাকা এক মাছ বিক্রেতা জানায়, আমাদের এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এই গাড়িতে রুই, পাঙ্গাস সহ ৫ প্রকার মাছ আছে। বাজার দরেই মাছগুলো বিক্রি হচ্ছে।

এ সময় বাস্তবায়নকারী মেসার্স চকদার ফিশারীজ এর প্রোপাইটার এ এস এম জুনায়েদ জুয়েল বলেন, লকডাউনে মানুষের মাছের চাহিদা পূরণে আমাদের উদ্যোগ। ইতোমধ্যে আমরা শহরে তিনটি গাড়ি ছেড়েছি। প্রতিদিন সকাল ৭ টা থেকে ১১ টা বা দুপুর ১২ টা পর্যন্ত এ মাছ বিক্রয় চলছে। আমাদের তিনটি গাড়িতে বিভিন্ন ধরণের মাছ পাওয়া যাবে। এছাড়া চাহিদা অনুযায়ী মাছ বিক্রির গাড়ির সংখ্যা আরো বাড়ানো হবে।

(ডিসি/এসপি/এপ্রিল ১৮, ২০২১)