নওগাঁ প্রতিনিধি : সোমবার দুপুরে নওগাঁর রাণীনগরে অভ্যন্তরিন গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম সরকার, খাদ্য পরিদর্শক ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক উজ জামান, খাদ্য গুদামের হিসাব রক্ষক মুনির হোসেন প্রমুখ।

চলতি রবি মৌসুমে সরকার উপজেলার গম চাষীদের কাছ থেকে ২৮টাকা কেজিতে ১৯০মেট্টিকটন গম সংগ্রহ করবে। চলতি মৌসুমে উপজেলায় ৩৫০হেক্টর জমিতে বিভিন্ন জাতের গম চাষ হয়েছে। প্রতিজন গমচাষী সরকারের ঘরে ৩মেট্টিকটন গম বিক্রি করতে পারবেন।

(বিএস/এসপি/এপ্রিল ১৯, ২০২১)