মো: শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দৈলতপুর সাকিনস্থ এলাকা থেকে বস্তা র্ভতি গাঁজাসহ মো: ইসমাইল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

মঙ্গলবার দৈলতপুর সাকিনস্থ এলাকার হালিম মিয়ার ভাড়া বাসার নিচ তলা থেকে আটক করা হয় এ আসামিকে।

জানা যায়, আটককৃত মো: ইসমাইল (৩৭), পিতা মৃত ওয়াজ উদ্দীন বেপারীর ছেলে ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখাঁন থানার বেপারী বাড়ীর স্থায়ী বাসিন্দা। ফতুল্লা থানাধীন দৈলতপুর সাকিনস্থ এলাকার হালিম মিয়ার বাসায় ভাড়া থাকত ধৃত মো: ইসমাইল।

গ্রেফতারকৃত আসামি ইসমাইলের বয়স সবে ৩৫ বছর। দুই ছেলে আর এক মেয়ের সংসার। ছোট ছেলের বয়স মাত্র ৩৫ দিন। আর মাত্র ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার হয়েছে আজ। ফতুল্লা থানা পুলিশ তাকে ধরতে চেষ্টা করছে আগে থেকেই। কিন্তু চতুর ইসমাইলকে প্রমাণসহ আটক করা যাচ্ছিল না। তার পিছনে একাধিক গোয়েন্দা লাগানো হয়, কখন গাঁজাসহ তাকে পাওয়া যায়।

২০ এপ্রিল ভোর রাতে খবর আসে ওসি ফতুল্লার নিকট। রাতে গাঁজা এসেছে ইসমাইলের বাসায়। দ্রুত এসআই শামীম মিয়াকে ফোর্সসহ পাঠানো হয় ইসমাইলের দৌলতপুর এলাকার হালিম মিয়ার ভাড়া বাসায়। অভিযান চালায় এসআই শামীম। তার ৩৫ দিনের দুধের শিশুর ঘর থেকে পাওয়া যায় বস্তা ভর্তি ২৫ কেজি গাঁজা।

এ সময় আসামীর ভাড়া বাসার শয়ন কক্ষ থেকে ২৫ কেজি গাঁজা, মালামাল পরিমাপের ১ টি মিটার ও ২টি বাটন মোবাইল উদ্বার করে পুলিশ।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরর্বতীতে উক্ত আসামীর বিরুদ্বে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এস/এসপি/এপ্রিল ২০, ২০২১)