বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ২৮৬ জনে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৭ জন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৮৪ জন নিজ বাড়ীতে আইসোলেশনে আছেন। আর চিকিৎসা শেষে করোনামুক্ত হয়ে বাড়ী ফিরেছেন ১ হাজার ১২৬ জন। জেলায় সরকারী হিসেবে জনপ্রতিনিধি, চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মচারি, সাংষ্কৃতিক কর্মী ও শিক্ষকসহ মোট ৩১ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ জন। এরমধ্যে করোনার হটস্পট বাগেরহাট সদরে উপজেলায় ১৯ জন, মোরেলগঞ্জে ৩ জন, মোংরায় ২ জন ও মোল্লাহাট উপজেলায় একজন রয়েছেন।

(এসএকে/এসপি/এপ্রিল ২১, ২০২১)