স্টাফ রিপোর্টার, গাজীপুর : রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে অভিযুক্ত শিশু বক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে ফের আরো একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানী শেষে বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক শেখ নাজমুন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৮এপ্রিল আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার এসআই মো: সাখাওয়াত হোসেন জানান, বিতর্কিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে স্থানীয় মোস্তাফিজুর রহমান বাসন থানায় গত ১১ ই এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় জিজ্ঞাসা বাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হয়। পরে ভার্চুয়ালি কোর্টের মাধ্যমে শুনানী শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন র‌্যাব। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।

(এস/এসপি/এপ্রিল ২১, ২০২১)