নীলকন্ঠ আইচ মজুমদার, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুইশত পরিবারের মাঝে বিনামূল্যে পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বৈশ্বিক করোনা মহামারীর দুর্যোগময় মুহূর্তে পবিত্র রমজান উপলক্ষে ক্রয় সামর্থ্যহীন মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশন ফ্রি হাটের মতো মানবিক কর্মসূচী গ্রহণ করেছে। রমজান মাসব্যাপী সপ্তাহে একদিন এ ফ্রি হাট কর্মসুচি চলবে।

বুধবার উপজেলার আঠারবাড়ীর উত্তর বনগাঁও এলাকায় দ্বিতীয় সাপ্তাহের এ ফ্রি হাট অনুষ্ঠিত হয়। এ ফ্রি হাটে গত সাপ্তাহের ন্যায় দুইশ দুস্থ্য অসহায় পরিবারের মাঝে পণ্য সামগ্রী প্রদান করা হয়। সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি বজায় রেখে হাটের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়।

দ্বিতীয় সাপ্তাহের এ ফ্রি হাটের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, আঠারবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম তালুকদার, সেলিম প্রমুখ।

ফ্রি হাটের কর্মসূচী সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ জানান, প্রতি বছরের মতো এবারও আমরা এ কর্মসূচী হাতে নিয়েছে । অসহায় মানুষের কাছে কিছু পন্য সামগ্রী পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য ।

(এন/এসপি/এপ্রিল ২১, ২০২১)