ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প এর আওতায় কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। 

বুধবার উপজেলা পরিষদ চত্বরে মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন , প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।

উল্লেখ্য যে, ২০২০-২১ অর্থ বছরে ভর্তুকীতে ঈশ্বরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক তিনটি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার জানান, দিন দিন কৃষি শ্রমিক কমে যাওয়ার ফলে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটলে শ্রমিকের চাহিদা কমে আসবে। এই মেশিন দিয়ে ঘন্টায় ১ একর জমির ধান কাটা যায়। প্রতিদিন একটি মেশিন ১শ ৫০ জন শ্রমিকের সমান ধান কাটতে পারে। এর ফলে যেমন মাঠের ফসল সঠিক সময়ে ঘরে তোলা যাচ্ছে এবং তেমনি উৎপাদন খরচও কম হচ্ছে।

(এন/এসপি/এপ্রিল ২১, ২০২১)