মদন (নেত্রকোনা) প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর ভোটার আইডি কার্ডে মৃত মদনের ৪ ব্যাক্তি বুধবার জীবিত হলেন। উপজেলা নির্বাচন অফিসার মো. হামিদ ইকবাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা দীর্ঘ ৯ বছর ধরে ভোট প্রদানসহ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। জীবিত থেকেও কেন মৃত নির্বাচন অফিসে একাধিকবার ধর্ণা দিয়েও কোন সুরাহা করতে পারেনি। অবশেষে আব্দুল আওয়ালের বিষয়টি ভাইরাল হয়ে গেলে নির্বাচন অফিসের টনক নড়ে। তারা বিষয়টি সুরাহা করে মৃতদেরকে জীবিত করে দেন। ভোটার তালিকায় মৃত জীবিতরা হলেন আব্দুল আওয়াল, হাবিবুল রহমান, প্রভাত চন্দ্র দেবনাথ, রামকৃষ্ণ দেবনাথ। 

২০১২ সালে ভোটার তালিকা হালনাগাদে তাদেরকে মৃত উল্লেখ করা হয়। এ কারণে চাকরির আবেদনের পাশাপাশি সরকারি বেসরকারি সব ধরনের সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছিলেন। এমনকি জাতীয় পরিচয়পত্রের জন্য করোনার টিকা পর্যন্ত দিতে পারেননি তিনি। এ নিয়ে খুবই দুর্বিষহ দিন অতিবাহিত করেছিলেন তারা।

ভোক্তভোগী হাবিবুল রহমান ও আব্দুল আওয়াল জানান, ৯ বছর পর ভোটার তালিকায় মৃত থেকে জীবিত হয়েছি। আমরা খুবই খুশি। এখন থেকে ভোটাধিকার প্রয়োগসহ নাগরিক সকল সুবিধা পাব। তবে আমাদেরকে যারা ভোটার তালিকায় মৃত বানিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের সুষ্ঠু বিচার দাবি করছি।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন অফিসার মোঃ হামিদ ইকবাল বলেন, ভোটার তথ্য সংগ্রহকারী এবং তথ্য প্রদানকারীদের জন্য এমন জটিলতার সৃষ্টি হয়েছিল। আমি এই কর্মস্থলে নতুন যোগদান করেছি। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করলে বুধবার তাদের মৃত আইডি কার্ড থেকে জীবিত সংশোধন হয়েছে।

(এস/এসপি/এপ্রিল ২২, ২০২১)