এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে গোয়ালন্দ পৌরসভার বাজার এলাকায় পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ও ডেটল সাবান বিতরণ করেছেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের হাতে পৌরসভার পক্ষ থেকে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ও ডেটল সাবান তুলে দেন মেয়র নজরুল ইসলাম মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন,শহিদুল ইসলাম খান সহ-সভাপতি উপজেলা আওয়ামীলীগ, পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হক, পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহিন মল্লা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সুজন মোল্লা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কার্তিক ঘোষ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান মোহন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মৃধা, পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বাদল বিশ্বাস প্রমুখ।

এসময় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল বলেন ,পৌরসভার পক্ষ থেকে পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য ৫০ হাজার মাস্ক, ৫০ হাজার হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার সাবান এবং পৌরবাসীর মধ্যে করোনায় কেও আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা প্রধান করা হবে।

তিনি আরো বলেন, পৌরবাসীর বিপদে-আপদে আমি আগে যেমন ছিলাম এখনো এখনো ঠিক তেমনি ভাবেই থাকবো । পৌরবাসী ভালো থাকলে আমি ভালো থাকবো । মহান আল্লাহতালার কাছে দোয়া করি গোয়ালন্দ পৌরসভার বাসিন্দারা যেন ভালো থাকে।

(এইচ/এসপি/এপ্রিল ২২, ২০২১)