জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বালু নিষ্কাশনের ৪০০ মিটার পাইপও ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ নতুন পাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই ড্রেজার ও পাইপ ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন দিয়ে বিপ্লব নামে এক বালু লুটেরা দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন। খবর পেয়ে দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে ড্রেজার মালিককে খুঁজে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম জানান, ‘বালু লুটেরা পলাতক থাকায় আটক করা যায়নি। তবে বালু লুটের বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।'

(আরআর/এসপি/এপ্রিল ২২, ২০২১)