দিলীপ চন্দ, ফরিদপুর : পরিবহন চালানোর দাবিতে এবং স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর দাবিতে ফরিদপুরে পরিবহন মালিক শ্রকিদের মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে হয়েছে।  আজ দুপুরে এ কর্মসূচি পালন করে তারা। শহরের নতুন বাসষ্ট্যান্ডে আধঘণ্টা চলা মানববন্ধনে জেলার মাস মালিক ও শ্রমিকরা অংশ নেয়।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আলী আহসান বনি, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মো. নাছির প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর সুযোগ দিতে হবে । যেহেতু শিল্প কারখানা চালু আছে এবং বাস ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল করছে । সেহেতু পরিবহন মালিক শ্রকিদের দাবী তাদের কেউ নিয়ম মেনে বাস চালানোর সুযোগ দিতে হবে। তা না হলে বেকার শ্রমিকদের খাদ্য সহয়তা দিতে হবে । উল্লেখ করা যেতে পারে সরকারি লকডাউন ঘোষণার পর থেকে পরিবহন শ্রমিক ও মালিক এবং কর্মচারীরা পরিবহন বন্ধ হওয়ার কারণে মারাত্মক অর্থ কষ্টের মধ্যে আছে।

(ডিসি/এসপি/এপ্রিল ২২, ২০২১)