ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার দক্ষিণ(গিদারী কাউন্সিলের বাজারে) পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা মাহতাব হোসেন গুরুত্বর আহত অবস্থায় গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়,মাহতাব হোসেন কে তার আপন বোন সাজেদা ও জাকিয়া বেগম ছয়(৬) শতাংশ জমি দানপত্র দলিল করে দেন।

এই ছয় (৬) শতাংশ জমি দানপত্র দলিল করার পর থেকে মাহতাব হোসেন কে তার আপন ভাই ও ভাতিজারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো।পরবর্তী তে মাহতাব হোসেন (২১এপ্রিল)জাহাঙ্গীর আলম,আলমগীর হোসেন ও খুরশিদ আলমের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ এপ্রিল)সকাল ১১ টার দিকে চিকিৎসাধীন মাহতাব হোসেন কাউন্সিলের বাজার সংলগ্ন তার জমিতে গেলে তার আপন ভাই খুরশিদ আলম ও দুই ভাতিজা জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন সহ খুরশিদ আলমের জামাই রেজাউল করিম মাহতাব কে দেখে খারাপ ভাষায় গালিগালাজ করা শুরু করে।আহত মাহতাব হোসেন গালিগালাজ করতে নিষেধ করলে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে মারধর সহ শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

পরে স্থানীয় লোকজন মাহতাব হোসেন কে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়েরের প্রক্রীয়া চলছে।

(এস/এসপি/এপ্রিল ২২, ২০২১)