জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সেচপাম্পের পানিতে বিদ্যুতায়িত হয়ে আজিম মিয়া (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে বাড়ির পাশে সেচপাম্পের কাছে ঘাস কাটতে গেলে বিদ্যুতায়িত পানির স্পর্শে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।

আজিম মিয়া পৌর শহরের রৌহারকান্দা গ্রামের সাদা সেখের ছেলে।

ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবির আহমেদ সৌমিত জানান, বিদ্যুতায়িত যে ব্যক্তিটিকে হাসপাতালে আনা হয়েছে, পথেই তার মৃত্যু হয়েছে।

নিহতের জেঠাতো ভাই আরিফ মিয়া জানান, সকালে গরুর জন্য বাড়ির পাশে সেচপাম্পের কাছে তিনি ঘাস কাটছিলেন। পুরো সেচপাম্পটি বিদ্যুতায়িত হয়ে যাওয়ায় পানিতেও বিদ্যুৎ প্রবাহ ছিল। ড্রেনের পাশে ঘাস কাটার সময় পানির স্পর্শে বিদ্যুতায়িত হয়ে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি। পুলিশ ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে। এই মৃত্যুর ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

(আরআর/এসপি/এপ্রিল ২৩, ২০২১)