অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় গত দুদিনের ব্যবধানে ৩৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এদের মধ্যে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১২ জন রোগী নতুন ভর্তি হয়েছে । শুক্রবার এরিপোর্ট তৈরি কালে সর্বশেষ খবরে জানাগেছে প্রায় অর্ধশত রোগী হাসপাতালে ভর্তি রয়েছে ।

ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপে হাসপাতাল এক ধরনের বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। রোগী এবং রোগীদের স্বজনদের চাপে হাসপাতালে করোনার সামাজিক দূরত্ব বিঘ্ন ঘটছে। শুক্রবার দুপুরে সরেজমিন পাথরঘাটা হাসপাতালে উপস্থিত হয়ে এ চিত্র দেখা গেছে।

হাসপাতালে ভর্তি আবজাল (৪০),নয়ন(১০), রিয়ামনি (১২) জহুরা (৬৫) আছমা (২৪) পুতুল(২৫), কৃষ্ণকান্ত (৮০) জয়নাল (৭২), মাহিনুর (৩৫) গোলাম ফারুক (৫৫) মরিয়ম (আড়াই বছর) রাশেদুল (৯) সাহেব আলী (৫৫), জামাল (৩০) আ কুদ্দুস (৭০) রাব্বি (৫) সহ এদের বেশ ক'জন স্বজনের সঙ্গে কথা বলে জানাগেছে স্যালাইনের অভাব রয়েছে এখানে। চিকিৎসা সেবাতেও নানা অনিয়ম এবং সমস্যা রয়েছে। বেড সংকটের কারণে মেঝেতেও রোগীদের অবস্থান করতে দেখা গেছে।

পাথরঘাটা হাসপাতালের টিএইচও আবুল ফাত্তাহ'র বরাত দিয়ে কর্তব্যরত জ্যেষ্ঠ নার্স কবিতা রানী কর্মকার বলেন, এই এলাকায় ডায়রিয়া মহামারী আকারে ছরিয়ে পরেছে। স্যালাইন সেট, খাবার স্যালাইন, জিংক ট্যাবলেট, মাস্ক ইত্যাদির সংকট দেখা দিয়েছে।

চিকিৎসাসেবা দিতে গিয়ে এখানের ডাক্তার-নার্সরা ও এখন ক্লান্ত হয়ে পরেছেন বলে জানা গেল তাদের সঙ্গে কথা বলে।

(এটি/এসপি/এপ্রিল ২৩, ২০২১)