জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে বলগ্রেড মেশিন দিয়ে বালু তোলায় আসলাম হোসেন নামে এক বালুদস্যুকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার কুলকান্দি পাইলিং, মুরাদাবাদ ও শশারিয়াবাড়ী ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম। এ সময় ওইসব এলাকায় বলগ্রেডের মালিক বালু লুটেরা আসলাম মিয়াকে এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম জানান, যমুনার কুলকান্দি, মুরাদাবাদ ও শশারিয়াবাড়ী ঘাটে দীর্ঘদিন ধরে বলগ্রেড মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন বালুদস্যুরা। এমন খবর পেয়ে ওইসব এলাকায় অভিযান চালানো হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বলগ্রেডের মালিক বালুদস্যু আসলাম হোসেন নামে এক ব্যাক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একটি ড্রেজার মেশিন পুড়িয়ে বিনষ্ট করা হয়।

(আরআর/এসপি/এপ্রিল ২৪, ২০২১)