সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার ফুকরা বাজারের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আবুল হাসান সালথায় তান্ডবের ঘটনায় এজাহারভূক্ত আসামী হওয়ায় ইউনিয়ন পরিষদের কমিটির মাধ্যমে উপকারভোগীদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদে উপকারভোগী ৫৩৮ জনের মাঝে এ চাল বিতরণ অনুষ্ঠিত হয়। চাল বিতরণ মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ ইসমাইল হোসেন, উপজেলা পাট উন্নয়ন উপ-সহকারী অফিসার আব্দুল বারি, ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবুসহ ইউপি সদস্য বৃন্দ।

চাল বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যেগ খাদ্য কান্ধব কর্মসূচির মাধ্যমে অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়। সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজারে চাল বিতরণে যিনি ডিলার রয়েছেন সম্প্রতি সালথার তান্ডবের ঘটনায় তিনি এজাহারভূক্ত আসামী হওয়ায় ইউনিয়ন কমিটির মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগ দেওয়া হবে।

(এন/এসপি/এপ্রিল ২৫, ২০২১)