দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের পরিবারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় গুরুত্বর আহত অবস্থায় ৫ জন ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। 

ঘটনার বিবরণে জানা যায়, জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সন্ধ্যা ৬টায় ডিক্রির চর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বর ডাঙ্গী গ্রামে আনোয়ার হোসেন ও খোকন শেখ গং লাঠি ও লোহার রড নিয়ে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দেলোয়ারের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

হামলায় মোসাঃ নিপা বেগম (৩৮), মোসাঃ কামরুন্নাহার (৩৬), মোঃ কাউছার (১৪), মোসাঃ মিতু বেগম (২৩) গুরুত্বর আহত হয়। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সরোয়ার হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ বিষয়ে এস.আই সুজন বিশ্বাস জানান, হাসপাতালে আহতদের বক্তব্য নিয়েছি ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাতে হাসপাতালে আহতদের দেখতে যান জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাছ হোসেন, সাধারণ সম্পাদক শহীদ হোসেন মোল্যা, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন সহ নেতৃবৃন্দ। তারা ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে।

অন্য দিকে শনিবার মাঝ রাতে এই ঘটনার জের ধরে দেলোয়ার হোসেনের পুকুরে বিষ দিয়ে প্রায় ৩ লক্ষ টাকার মাছ মেরে ফেলে প্রতিপক্ষ।

(ডিসি/এসপি/এপ্রিল ২৫, ২০২১)