বান্দরবান প্রতিনিধি : আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বান্দরবানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে ২০ দলীয় জোট। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করা হয়।

জেলা বিএনপি’র সভাপতি সাচিংপ্রু জেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসুচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মওলানা মো. আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, যুগ্ন সম্পাদক মজিবর রশিদ, মহিলা দলের সভানেত্রী নিরুতাজ বেগম প্রমুখ।


সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার স্বৈরাচারী সরকার, সারাদেশে গুম, হত্যা, মামলা হামলা করে দেশের মানুষকে ভীত করে তুলেছে। দেশের মানুষ ঘরের ভিতরে বাইরে কোথাও নিরাপদ নয়। রাষ্ট্রিয় সন্ত্রাস চালিয়ে এ দেশের মানুষকে আর বেশী দিন দাবিয়ে রাখা যাবে না। দুর্বার আন্দোলনের মাধ্যমে এই জালিম সরকারকে হটানো হবে। বক্তারা এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানান।

(এএফবি/এএস/আগস্ট ৩০, ২০১৪)