কাজী ফিরোজ, বোয়ালমারী (ফরিদপুর) : কৃষকের ঘরে একমুঠো গম না থাকলেও আজ ২৫ এপ্রিল ফরিদপুরের বোয়ালমারীতে অভ্যন্তরীণ গম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। 

আজ দুপুর ১টায় গম ক্রয়ের শুভ উদ্ভোধন করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ ।উপজেলা খাদ্য খাদ্যনিয়ন্রণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল হক, বোয়ালমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপ-খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ময়েশ্চারমিটারের মাধ্যমে গমের টেম্পারাচার মেপে মান যাচাই করা হয়।বোয়ালমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সূত্রে জানাযায় বোয়ালমারী খাদ্য গুদাম ২৮ টাকা প্রতি কেজি দরে ৬৬৩ মেট্রিকটন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগামী ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ করা হবে।
মাসুদুর রহমান আরো জানান সরকারি এবং বাজার দর প্রায় সমান থাকায় জনগণের মধ্যে গম সরবরাহের আগ্রহ অত্যন্ত কম ।

(কেএফ/এসপি/এপ্রিল ২৫, ২০২১)