প্রবাস ডেস্ক : নিউইয়র্কে বসবাসরত কুমিল্লাবাসীরা স্মরণ করলেন সদ্য প্রয়াত রাজনীতিবিদ এডভোকেট আব্দুল মতিন খসরুকে। ২৪ এপ্রিল শনিবার জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে আয়োজিত স্মরণসভায় সর্বস্তরের কুমিল্লাবাসী বাংলাদেশের রাজনীতিতে আজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির ধারক আব্দুল মতিন খসরুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম মহিউদ্দিন।

বক্তারা বলেন, মরণব্যাধি করোনায় প্রাণ হানরানো আব্দুল মতিন খসরু স্বচ্ছ রাজনীতি চর্চ্চার মধ্যে দিয়ে দলমত নির্বিশেষে কুমিল্লাবাসীর মন জয় করার সাথে সাথে কুমিল্লার উন্নয়নে রেখে গেছেন অনন্য ভূমিকা। তার মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে একজন দেশ প্রেমিক রাজনীতিবিদকে আর আর কুমিল্রাবাসী হারিয়েছেন একজন অভিভাবককে।

স্মরণসভায় তার বক্তব্যে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও মূলধারায় অগ্রগণ্য বাংলাদেশী রাজনীতিবিদ মুজিব রহমান বলেন, আজকের দিনে শুদ্ধ রাজনীতিবিদদের অভাব সবদেশেই। বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু ছিলেন তেমনই একজন শুদ্ধ রাজনীতিবিদ।

স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সরকার ইসলাম, জহিরুল ইসরাম, কাজী আসাদুল্লাহ, মাহবুবুর রহমান মিটু, মিয়া মোহাম্মদ দুলাল, এটর্ণী অশোক কর্মকার, রাজু আহমেদ রাজু, আলমগীর, আশরাফ উদ্দিন প্রমূখ।

স্মরণসভার শুরুতে প্রয়াত আব্দুল মতিন খসরুর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন শাহ সায়দুল্লাহ সিদ্দিকী। ইফতার আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় স্মরণসভা।

(পিআর/এসপি/এপ্রিল ২৬, ২০২১)