আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পৌর নির্বাচনে পরাজিত হয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতে বিজয়ী কাউন্সিলরের সমর্থক আখ্যায়িত করে প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ছয়টি গুদাম ঘর বন্ধ করে দিয়েছে সদ্য আওয়ামী লীগে যোগদান করা পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা।

এ ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওই ব্যবসায়ীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। গুদাম ঘর বন্ধ করে দেওয়ার পরপরই ওই ব্যবসায়ী অসুস্থ্য হয়ে পরেছেন। ঘটনাটি দক্ষিণাঞ্চলের সর্ববৃহত ব্যবসায়ীক বন্দর জেলার গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরের।

সোমবার সকালে ওই বন্দরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ভজন কুন্ডু জানান, অন্যান্যদিনের ন্যায় টরকী বন্দর সংলগ্নস্থানে ভেরানো সরিষা বোঝাই ট্রলার থেকে রবিবার সকালে তার শ্রমিকরা মালামাল খালাস করতে যায়। এসময় নদী পাড়ের জায়গা ২নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী হাকিম খানের সমর্থক আলাউদ্দিন খানের দাবি করে ট্রলার থেকে শ্রমিকদের মালামাল উত্তোলন করতে দেয়া হয়নি।

তিনি আরও জানান, সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে তাকে (ভজন কুন্ডু) বিজয়ী কাউন্সিলর খায়রুল খানের সমর্থক আখ্যায়িত করে পরাজিত কাউন্সিলর প্রার্থী হাকিম খানের সমর্থকরা ভাড়া নেয়া তার ছয়টি গুদাম বন্ধ করে দিয়েছেন। বিষয়টি তিনি স্থানীয় বাসিন্দা গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে অবহিত করেছেন।

তৃতীয়বারের মতো নির্বাচিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা খায়রুল খান বলেন, করোনা মহামারির মধ্যেও এলাকায় আধিপত্য বিস্তারের জন্য নির্বাচনের শুরু থেকে একটি পক্ষ নানা অপতৎপরতা শুরু করেছে। ইতোমধ্যে তারা একাধিকবার এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। বর্তমানে ওই চক্রটি প্রতিষ্ঠিত ব্যবসায়ীর গুদাম বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে তিনি (খায়রুল খান) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

(টিবি/এসপি/এপ্রিল ২৬, ২০২১)