শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় ১৪০ জন ভাসমান মানুষের মাঝে রান্নাকরা সাহরি সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের নেতৃত্বে রবিবার দিবাগত রাত (২৬ শে এপ্রিল) দুই টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ভাসমান-ছিন্নমূল রোজাদারদের মাঝে রান্না করা খাবারের প্যাকেট সাহরি পৌছে দেন তিনি। হঠাৎ করে সাহরি পেয়ে ছিন্নমূল মানুষ অনেক খুশি।

উপজেলার পৌর এলাকার পানাম, উদ্বোবগঞ্জ ও মোগরাপাড়া ইউনিয়ন চৌরাস্তার ওভার ব্রিজ এলাকায় সাহরি বিতরণ করা হয়। সাহরি বিতরণ কালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম মুস্তাফা মুন্না উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সার্বিক নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এসময় তিনি আরো বলেন,যারা সমাজে অসহায় ছিন্নমূল তাদের জন্যই আজকে আমাদের এই ছোট আয়োজন। সামান্য আহারের জন্য অনেকেই রমজানের রোজা রাখতে পারে না, তাই আমরা তাদের জন্য এইটুকু ব্যবস্থা করেছি। তবে আমাদের কার্যক্রম পুরো রমজান মাসেজুড়েই চলমান থাকবে।

(এ/এসপি/এপ্রিল ২৬, ২০২১)