আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার রুহিয়া থানাধীন আখানগর ইউপির খেকিডাঙ্গা গ্রামের একটি জমিতে আদালত কর্তৃক ১৪৪ ধারা জারির পরও সেখানে ঘর নির্মাণে অভিযোগ উঠেছে ওই এলাকার সোনারুল ও কোরবান নামের ব্যাক্তিদের বিরুদ্ধে।

অভিযোগকারী রবিউল ইসলাম বলেন, নানা শইফুদ্দিনের মৃত্যুর পর তার নানী মৃত আমেনা বেগম তাদের দুই ভাই ও তার মা খালার নামে ২০.৩ শতক জমি লিখে দেন। রবিউলের মা, খালা তাদের সম্পদের কিছু অংশ দান করে দিলেও তারা দুই ভাই ৬০৮৫ নং ও ৬০৮৬ দাগে ৯ শতক জমি পান। কিছু জমি ডোবা হওয়ায় রবিউল ৫ শতক ডোবা জমি ভরাট করেন। এতে সেই জমিতে চোখ পড়ে সোনারুল ও কোরবানদের। গত কিছুদিন আগে সোনারুল সেই জমি দখল করতে গেলে রবিউলরা বাধা দিতে যায় এবং গুরুতর আহত হয়। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রবিউল কোর্টে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পরও তাদের ক্রমাগত মেরে ফেলার হুমকি ধামকি আসতে থাকে সোনারুল ও কোরবানের পক্ষ থেকে ।

উপয়ান্তর না পেয়ে রবিউল ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে জমির উপর ১৪৪ ধারা জারির আবেদন করেন। বিজ্ঞ আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করে। যার মামলা নং-এমপি ২৩/২০২১। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অবজ্ঞা করে সোনারুল সেই জমিতে ঘর নির্মাণ করেছে। সরেজমিনে গিয়েও যার প্রমান মেলে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিক বলেন, কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটার আগেই আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের ব্যবস্থা করছি।

(আিই/এসপি/এপ্রিল ২৭, ২০২১)