সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : করোনাকালীন সময়ে করোনায় আক্রান্ত বিভিন্ন শ্রেনী পেশার লোকদের নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের পক্ষ থেকে দেয়া হচ্ছে মানবিক সহায়তা। 

মঙ্গলবার দুপুরে এসব মানবিক সহায়তা সমাগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন খন্দকার। এসময় তাঁর সঙ্গে ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ খবিরুল আহসান।

কেন্দুয়া উপজেলায় যাদেরকে মানবিক সহায়তা সমগ্রী পৌঁছে দেয়া হয়েছে তারা হলেন, কেন্দুয়া পৌর শহরের শান্তিবাগ মহল্লার বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, ঋষিকেশ সরকার অমল, দিগদাইর আরামবাগের মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খন্দকার নুসরাত জাহান।

এছাড়া গড়াডোবা ইউনিয়নের শিবপুর গ্রামের মোঃ কায়জার, নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের আব্দুল করিম, নওপাড়া গ্রামের সুজন দে, পাইকুড়া ইউনিয়নের খালিজুড়া গ্রামের সামছুদ্দিন, দলপা ইউনিয়নের হুসেন নগর গ্রামের শফিকুল ইসলাম, পাথারিয়া গ্রামের মোঃ জসিম উদ্দিন, পল্লী বিদ্যুৎ অফিসের আব্দুল্লাহ আল মামুন, কাপাসিয়া গাজীপুরের নাজমুন্নাহার রয়েছেন। এসব মানবিক সহায়তার মধ্যে রয়েছে মাল্টা, কলা, আঙ্গুর, খেজুর, লেবু, আনার, দুধ, ডিম, খাবার স্যালাইন, সিভিট, জিংক ট্যাবলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান। করোনায় আক্রান্ত হয়ে এসব ব্যক্তিরা এখন সুস্থ্য হওয়ার পথে।

ডা. খন্দকার নুসরাত জাহান জেলা প্রশাসকের উপহার সামগ্রী পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। জেলা প্রশাসক কাজি আবদুর রহমান মঙ্গলবার দুপুরে করোনা রোগীদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলে তাদের খোঁজ খবর নেন।

তিনি বলেন, সারা জেলায় ১০৬ জনকে মানবিক সহায়তা সমগ্রী দেয়া হয়েছে। তিনি করোনা প্রতিরোধে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও সকল শ্রেনীপেশার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন খন্দকার সকলকে মাস্ক পড়ে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দিয়ে বলেন, নিজে বাঁচুন অন্যকে বাঁচান দেশকেও বাঁচান।

(এসবি/এসপি/এপ্রিল ২৭, ২০২১)