জামালপুর প্রতিনিধি : জামালপুরে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া পরিবহণ শ্রমিক, গৃহকর্মী, দোকান শ্রমিক, তৃতীয় লিঙ্গসহ বিভিন্ন পেশার প্রায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে জামালপুর স্টেডিয়ামে ৬০০ ও রেল স্টেশন এলাকায় ৩৯৪ পরিবারকে প্রধানমন্ত্রীর এই ত্রাণ উপহার দেওয়া হয়।

ত্রাণ উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা।

জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামানের সভাপতিত্বে ত্রাণ উপহার বিতরণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম ছানা, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটুস লরেন্স চিরান ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি
প্রতিষ্ঠানের ঊধ্বতন কর্মকর্তারা।

(আরআর/এসপি/এপ্রিল ২৭, ২০২১)