আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : করোনাভাইরাসের (কোভিড-১৯) কঠোর বিধি নিষেধের কারণে গত দুই সপ্তাহ লকডাউনে থাকার পর সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথা উপজেলার সকল মার্কেট ও শপিংমল খুলে দেওয়া হয়। 

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সালথা উপজেলা সদর বাজারের মহিলা মার্কেট, মোল্যা মার্কেট ও চৌধুরী মার্কেটে গিয়ে দেখা গেছে দোকানগুলো খুলে বসে আছেন দোকানদাররা। ক্রেতাদের তেমন কোন ভীড় দেখা যাচ্ছে না। মাঝে মাঝে যারা আসছে, তারা স্বাস্থ্যবিধি মেনে মার্কেটে প্রবেশ করছেন।

মহিলা মার্কেটে কসমেটিক্সের দোকানদার জাকির হোসেন বলেন, সকাল ১০ থেকে দোকান খুলে বসে আছি। ক্রেতা তেমন নেই। আজ দুদিন হলো দোকান খুলেছি, তাই মানুষ হয়তো কম আসছে, কিন্তু সামনে ক্রেতা বাড়বে বলে আশাবাদী।

আরেক দোকানদার নিছার উদ্দিন বলেন, দোকান খুলে বসে আছি, প্রথমদিনে ক্রেতা মোটেও ছিলো না। এখন মাঝে মাঝে কাষ্টমার আসছে খুব কম। তবে আশাবাদী ঈদ সামনে কাস্টমার আরও বাড়বে।

(এন/এসপি/এপ্রিল ২৭, ২০২১)