মোঃ শান্ত , নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকারের বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ। 

অভিযানের নেতৃত্বে দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।

মোঃ সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড এলাকায় অবস্থিত মায়া স্টোরকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ২ হাজার টাকা এবং এ.হাই এন্টারপ্রাইজকে ৩৮ ধারায় ২ হাজার মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

তিনি আরোও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালিন সময়ে ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

(এস/এসপি/এপ্রিল ২৭, ২০২১)