আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলায় নতুন করে দুইজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১০৬ জনের।

বুধবার দুপুরে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের দেয়া সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন নগরীর কলেজ এভিনিউ এলাকার বাসিন্দা মমতাজ বেগম (৭৫) ও বরিশাল সদর উপজেলার উত্তর কড়াপুর এলাকার সেলিম খান (৫০)।

এছাড়া গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। জেলায় নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হওয়ার মধ্যদিয়ে মোট ৬ হাজার ৫৩৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ২৬২ জন।

বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে সংক্রমণের হার কম ছিল কিন্তু দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বেশি।

(টিবি/এসপি/এপ্রিল ২৮, ২০২১)