গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের নতুন জাতের উৎপাদিত মিষ্টি আলু জাপানে রফতানির উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে চরের জমিতে নতুন জাতের রফতানিযোগ্য মিষ্টি আলু চাষ করা হয়েছে। এ মিষ্টি চাষে আলু জাপানে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে।

গোবিন্দগঞ্জের করতোয়া. কাটাখালী ও বাঙ্গালী নদীর তীরবর্তী রাখালবুরুজ, হরিরামপুর, তালুককানুপুর, মহিমাগঞ্জের বিভিন্ন এলাকা ও চরের পলিযুক্ত বালুময় জমিতে দীর্ঘদিন ধরে মিষ্টি আলু চাষ করে আসছেন কৃষকরা। তবে কৃষকরা এবার প্রথম বারের মতো বিদেশে রফতানীযোগ্য নতুন জাতের জাপানী কোকিই-১৪ জিও জাতের মিষ্টি আলু চাষ করেছেন। স্থানীয় জাতগুলোর চেয়ে নতুন এ জাতের মিষ্টি আলুর ফলন অনেক বেশী, আকারে বড়, খেতেও বেশ সুস্বাদু এবং লাল রং হওয়ায় দেখতেও আকর্ষনীয়।

রাখালবুরুজ ইউনিয়নের পার সোনাইডাঙ্গা গ্রামের বিপুল মিয়া বলেন, নতুন কোকিই-১৪ জিও জাতের মিষ্টি আলু চাষে দেশী জাতের মতো একই সময় লাগে। এ আলূ বিঘা প্রতি ৮০ থেকে ৮৫ মন ফলন পাওয়া যায়- দামও ভাল। একই এলাকার আব্দুল আজিজ বলেন, নতুন এ জাতের মিষ্টি আলু চাষ থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত উপজেলা কৃষি বিভাগের সার্বক্ষনিক সহযোগিতা করেছে এবং কোনো প্রকার সমস্যায় পড়তে হচ্ছে না। বিক্রিতে ভালই লাভবান হয়েছি।

নারুতো জাপান কোম্পানী লিমিটেড নামের একটি এনজিও’র ম্যানেজার মেজাউল ইসলাম বলেন, জাপানী এ জাতের মিষ্টি আলু চাষে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। উৎপাদিত মিষ্টি আলু বিদেশে রফতানী যোগ্য করতে সঠিক পদ্ধতি ও কলাকৌশল আলম্বনে উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে চাষীদের সার্বক্ষনিক যোগাযোগ করা হচ্ছে। রপ্তানীযোগ্য এই মিষ্টি আলু কৃষকের কাছ থেকে ৪শ’ থেকে ৫শ’ টাকা মন দরে ক্রয় করা হচ্ছে।

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান বলেন, নতুন জাতের এ মিষ্টি আলু আবাদ সম্প্রসারণে কৃষক পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। এ বছর এ উপজেলায় ৮৫ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ হয়েছে। কৃষকরা মিষ্টি আলুর হেক্টর প্রতি ফলন পাচ্ছে ২০ মেট্রিক টনের বেশী। সরকারী ভাবে এবারই প্রথম কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ একর জমিতে নতুন জাপানী কোকিই-১৪ জিও জাতের মিষ্টি আলু চাষ এবং তা জাপানে রফতানীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে একদিকে যেমন কৃষকরা লাভবান হরে অপরদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভানা রয়েছে।

(এসআরডি/এসপি/এপ্রিল ২৯, ২০২১)