আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত সোমবার লন্ডনে শুরু হওয়া বিশ্বের উন্নত দেশগুলোর জোট জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করছেন জয়শঙ্কর। সেখানেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

জানা গিয়েছে, জয়শঙ্কর এবং ব্লিংকেন উভয়েই কাজের সূত্রে নিজেদের মধ্যে পূর্ব-পরিচিত। উক্ত বৈঠকে ‘ইন্দো-প্যাসিফিক’ অঞ্চলের কৌশলগত অংশীদারিত্ব, পারস্পরিক স্বার্থ রক্ষা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কার্যক্রম, জলবায়ু পরিবর্তন, ২০৩০ ক্লিন এনার্জি এজেন্ডা, মায়ানমার সঙ্কট মোকাবেলায় আশিয়ানের ৫ দফা প্রস্তাব সহ নানাবিধ বিষয়ে কথা বলেছেন দুই নেতা।

তাছাড়া, কোভিড সঙ্কটে বিপর্যস্ত ভারতকে সহযোগিতা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কেও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। কোভিড সঙ্কট মোকাবেলায় মার্কিন সহযোগিতার দ্বিতীয় চালান শীঘ্রই ভারতে পৌছুবে বলে উক্ত বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি কোভিড মহামারীতে বিপর্যস্ত ভারতকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে মার্কিন সহযোগিতার প্রথম চালান ভারতে পৌছেছে।

(ওএস/এসপি/মে ০৪, ২০২১)