কাজী ফিরোজ, বোয়ালমারী (ফরিদপুর) : গতকাল সোমবার ৩ মে মাদারীপুরের শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের মধ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের দুইজন রয়েছে। তারা হলেন আরজু সরদার (৫২) ও তার ছেলে ইয়ামিন (২)।

জানা যায়, শাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে আরজু সরদার তার স্ত্রী আদরী বেগম ও দুই বছরের ছেলেকে নিয়ে ঢাকা থেকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে আসছিলো। শাশুড়ির জানাজায় পৌঁছানোর আগেই তার ও সন্তানের জানাজার প্রস্তুতি শুরু হয়ে গেলো। ভাগ্যক্রমে বেঁচে গেছে স্ত্রী। সোমবার বিকেলে পিতা-পুত্রের লাশ পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেখর ইউনিয়ন চেয়ারম্যান ও সহস্রাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্রাফিল মোল্লা বলেন, আরজু সরদার ছিলো একজন ধর্ম ভীরু মানুষ। ঢাকায় ছোটখাটো একটা ব্যবসা করতো এবং বিভিন্ন ওয়াজ মাহফিল ও মসজিদে সময় কাটাতো। শ্বাশুড়ির মৃত্যু সংবাদ শুনে শ্বশুর বাড়িতে আসার পথে দুর্ঘটনায় তাঁর মৃত্যু ঘটে।

(কেএফ/এসপি/মে ০৪, ২০২১)