রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটায়  রাস্তায় ময়লা ফেলতে বাধা দেওয়ায়  রফিকুল ইসলাম নামের এক আম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাটি কুমড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রফিকুল ইসলাম ভদো (৫৫)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের মোজাম্মেল হক সরদারের ছেলে।

দেবহাটা উপজেলার মাটি কুমড়া গ্রামের তাহমিনা খাতুন জানান, তার ভাই নওয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের সর্বসাধারনের চলাচলের রাস্তা ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করছিলেন। এ সময় প্রতিবেশি ইমান আলীর ছেলে জামায়াত কর্মী বাসারত আলী ও তার স্ত্রী বাশিনুর নাহার তারা রাস্তার উপর চুলার ছাঁই ফেলতে আসেন। আপত্তি করায় তারা স্বামী স্ত্রী মিলে ভাই রফিকুলকে ঝাঁটা দিয়ে মারপিট করে করতে থাকে। মারপিটের একপর্যায়ে রফিকুলকে পাশের পুকুরের তীরে ফেলে দিয়ে আবারো মারপিট করায় মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করে। পরে রফিকুল ঘটনাস্থলেই মারা যায়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে রফিকুলের লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান রাজু বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছিল।

(আরকে/এসপি/মে ০৪, ২০২১)