রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার সকালে কুড়িগ্রামে মানবতার বাজারে মাত্র ১৫ টাকার বিনিময়ে ২৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  

সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ৪মে মঙ্গলবার সকাল ১০টায় মানবতার বাজারে ১৫ টাকার বিনিময়ে ওই গ্রামের বিধবা, কর্মহীন, প্রতিবন্ধী ২৫টি পরিবারের মাঝে ১ কেজি চাল, ১ কেজি আলু, চিনি ৫০০ গ্রাম, সেমাই ৫০০ গ্রাম, সাবান একটা বিতরন করেন কনট্রিবিউশন ফর বাংলাদেশ (সিওবি) এর জেলা প্রতিনিধি মানবিক ডাক্তার কলি আক্তার।

এই বিষয়ে মানবিক ডাক্তার কলি আক্তার বলেন, আমাদের এই চেষ্টা খেটে খাওয়া দুস্থ, অভাবী মানুষের মুখে এই ঈদে হাসি ফুটাবে।

কলি আক্তার আরো বলেন, আমরা চাই বিধবা, কর্মহীন, প্রতিবন্ধী পরিবারে ২৫ টি পরিবারের মাঝে বিতরণ করা হলো। এ ধারাবাহিকতা আমাদের চলমান থাকবে। সুবিধাভোগী হাজরা বেওয়া বলেন, হামর কাছে এই করোনা কালে সেমাই চিনি বাজারে কেনার মতো টাকা নাই, তাই মানবতার বাজারে ১৫ টাকা দিয়ে এই জিনিস নিলোং।

১৫ টাকার বিষয়ে কলি আক্তারের কাছে জানতে চাইলে বলেন, অনেক মানুষ তারা বিনামূল্যে জিনিস গ্রহন করতে সংকোচ করে, এখানে তারা ১৫ টাকা দিয়ে জিনিস গ্রহন করবে, তখন তাদের মনে হবে আমরা দান গ্রহন করিনি, ক্রয় করছি।

(পিএস/এসপি/মে ০৪, ২০২১)