ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করায় মঙ্গলকান্দি ইউনিয়নের ব্রিকফিল্ড মালিকের ৮০ হাজার ও এক্সকেভেট মালিকের ২০ হাজারসহ মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

মঙ্গলবার (৪ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষি জমির মাটি কাটায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার খবর পেয়ে মঙ্গলকান্দি ইউনিয়নের শকুনিয়া বিল থেকে এক্সকেভেটর জব্দ করা হয়, পরে বক্তারমুন্সির ডাকবাংলার উত্তর পাশে জসিম ব্রিকস কে ৮০ হাজার ও এক্সকেভেটর মালিক মোশাররফ হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান ।

স্থানীয় জনগণ ও কৃষকেরা জানান, সোনাগাজী উপজেলা জুড়েই চলছে ফসলি জমির মাটি লুটের মহোৎসব। দিন-রাত দেদারসে কাটা হচ্ছে ফসলি জমি, এসব মাটির বেশির ভাগই যাচ্ছে ইটভাটায় । এছাড়া বাড়ি নির্মাণে কিংবা পুকুর কাটতে ও বর্তমানে ঠিকাদারের সাথে চুক্তি করতে হয় ।

সোনাগাজীর ২/৩ জন চেয়ারম্যানের শেল্টারে এসব ঠিকাদারেরা কোথাও জমির মালিকের যোগ-সাজশে আবার কোথাও জোর খাটিয়ে ফসলি জমির টপসয়েল কেটে দেদারসে বিক্রি করছে ।

প্রশাসনের অভিযানে কোন কোন ঠিকাদার কিছুদিনের জন্য মাটি কাটা বন্ধ রাখলেও মঙ্গলকান্দি ইউনিয়নের ৪ টি ব্রিক ফিল্ডের মাটির ঠিকাদারেরা খুবই বেপরোয়া, চেয়ারম্যান বাদলের শেল্টারেই এসব ঠিকাদার দিনে-রাতে ফসলি জমির মাটি কাটা অব্যাহত রাখে বলে স্থানীয় জনগণ জানান ।

(এনকে/এসপি/মে ০৫, ২০২১)