বিনোদন প্রতিবেদক : আজ ৫ মে, বুধবার দুপুর : ২ : ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হলো টেলিছবি ‘জাদুঘরের নাম কষ্ট’ । একটি ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত ইজাজ আহমেদ মিলন’র গল্প অবলম্বনে টেলিছবিটি নির্মাণ করা হয়েছে।

নাটকটিতে সংলাপ ও চিত্রনাট্য : মিজানুর রহমান বেলাল ও পরিচালনা করেছেন আদিত্য জনি। অভিনয় করেছেন আব্দুন নুর সজল, হিমি, মারজুক রাসেল, রতন, আনোয়ার হোসেন, শর্মী, আরশি, সায়মা, মিথিলা, পারভীন প্রমুখ।চিত্রগ্রাহক : শাখায়াত শাকিব, এডিটর : আব্দুল্লাহ আল মামুন।

এ ব্যাপারে পরিচালক আদিত্য জনি জানান আমার বিস্বাস এই টেলিছবিটি আপনাদের খুব ভালো লেগেছে । আর আপনাদের ভালো লাগলে আমাদের কাজের সার্থকতা বাড়বে। আর আপনারা ভালো বললে আমরা আরো টেলিছবি বানাতে পারবো।

অভিনেতা আব্দুন নুর সজল জানান, কাজটা আমরা খুব যত্ন নিয়ে করেছি। আশা করি আপনারা নিরাশ হন নাই। আপনারা ভালো বললে আমাদের ভালো লাগে। আর এখন করোনার খুব প্রভাব তাই আপনারা সবাই সাবধানে থাকবেন। ঘরে থাকবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। নিজে ভালো থাকবেন বাংলাদেশকে ভালো রাখবেন।

(এম/এসপি/মে ০৫, ২০২১)