দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে ক্রেতা  অধিকার নিশ্চিতকরণে বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে শুরু হয়েছে স্বল্পমূল্যে সয়াবিন তেল ও চিনি বিক্রি। এরই অংশ হিসেবে আজ বিকেলে ফরিদপুর জেলা স্কুলের সামনে বিক্রি করা হয়  সয়াবিন তেল ও চিনি।

এখানে ৫ লিটার সয়াবিন তেল ও দুই কেজি চিনির মূল্য রাখা হচ্ছে ৬১০ টাকা। আর তা কেনার জন্য ক্রেতাদের ভিড় লক্ষ করা যাচ্ছে।

জানা গেছে বাজারে ৫ কেজি তেলের দাম ৬৩০ থেকে ৬৫০ টাকা। আর দুই কেজি চিনির মূল্য প্রায় ১৪০ থেকে ১৪৫ টাকা। কিন্তু এই স্থানে এই দুটি পণ্যের মূল্য রাখা হচ্ছে ৬৩০ টাকা। আর তা কেনার জন্য নিম্নবিত্ত ও সাধারণ লোকজন সেদিকে ঘুরছেন।

এ ব্যাপারে বিক্রেতারা জানান, তারা শহরে প্রায় একাধিক স্পটে এসব জিনিস বিক্রির ব্যবসা করে থাকেন। এর ফলে সব ধরনের সাধারণ লোকজন এখান থেকে নিয়মিত মাল কিনে থাকেন।

(ডিসি/এসপি/মে ০৫, ২০২১)