স্টাফ রিপোর্টার : করোনায় আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সালের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ মে) রাত ১১টায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান তিনি। বিভাগের সভাপতি প্রফেসর ড. অলীউল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত ১১টার দিকে মারা যান তিনি।

তার জানাজা ও দাফন পারিবারিক সিদ্ধান্তে গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে ড. ফয়সালের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সর্বোস্তরের শিক্ষক-শিক্ষর্থীগণ।

উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল দাওয়াহ বিভাগের সভাপতি, হল প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির সহ-সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(ওএস/এসপি/মে ০৬, ২০২১)