ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ধান কেটে ঘরে দ্রুত  তোলার জন্য কম্বাইন হারর্ভেস্টার মেশিন পেলেন ঈশ্বরদীর ৫ কৃষক। বৃহস্পতিবার (৬ মে) ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস থেকে ৪ টি এবং এরআগে আরো ১টি মেশিন বিতরণ করা হয়েছে।

জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল লতিফ। মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, দাশুড়িয়া ইউপি’র চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক মুরাদ আলী মালিথা, হারভেস্টার প্রাপ্ত কৃষক মুলাডুলির ইউনিয়নের আনোয়ার হোসেন মালিথা, ছলিমপুরের মহিন উদ্দিন, লক্ষীকুন্ডার সিদ্দিকুর রহমান, পৌরসভার ইস্তা এলাকার আনিসুর রহমান আদম এসময় উপস্থিত ছিলেন।

এসময় নূরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, করোনা মহামারির এই সময়ে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। শ্রমিক সংকটে কৃষকদের ধান কাটতে হিমসিম খেতে হচ্ছে। তাই কৃষিবান্ধব শেখ হাসিনা সরকার (৫০% ভর্তুকিতে) কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। যা দিয়ে অতিঅল্প সময়ে কৃষক ধান ঘরে উঠাতে পারবে।

উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস বলেন, যে কয়টি মেশিন অর্ধেক দামে বিতরণ করা হলো এগুলো দিয়ে ঈশ্বরদীর মাঠের বেশীরভাগ ধান সময়মতো কাটা সম্পন্ন হবে বলে আশা করছি।

(এসকেকে/এসপি/মে ০৬, ২০২১)